কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মূখপাত্র ওসমান হাদি’র মৃত্যুর সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কান্দির পাড়ের পূবালী চত্ত্বরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোব্ধ জনতা।

ওসমান হাদির মৃত্যু সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি’তে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় তারা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। এসময় বেশ কয়েকজন ছাত্র নেতা বক্তব্য দেন।

হাদীর মৃত্যুর সংবাদে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড় পূবালী চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করা হয়।

জুলাই বীর শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এদিকে হত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), দেবিদ্বার উপজেলার নেতাকর্মীরা গভীর রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৯ ডিসেম্বর ২০২৫