কুমিল্লায় বহুল আলোচিত গাড়ি পোড়ানো ও নাশকতায় মামলার ১নং আসামী জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমকে জামিন দিয়েছে আদালত। রোববার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক অতিরিক্ত দায়রা জজ তার জামিন মঞ্জুর করেন।
২০১৫ সালের ২৮ জানুয়ারি দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুরে চাঞ্চল্যকর এক গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৩ জনকে আসামী করে একটি মামলা করে দাউদকান্দি থানা পুলিশ।
ওই মামলায় ১নং আসামী করা হয় জেলা উত্তর বিএনপির সভাপতি চান্দিনার খোরশেদ আলমকে। ওছাড়াও ওই মামলায় ২নং আসামী করা হয় জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার ও ৩নং আসামী করা হয় দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হককে।
কুমিল্লা করেসপন্ডেন্ট।।আপডেট : ৯:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫, রোববার
ডিএইচ