কুমিল্লায় বিএনপি’র গণসমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এিনপি’র উদ্যোগ আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রস্তুতি সভা কুমিল্লা বিএনপি কার্যালয়ে ১৪ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পরিচালনা করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমীরুল পাশা ছিদ্দিক রাকিব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, যুগ্ম আহবায়ক মেরাজ আহম্মেদ, ইখতিয়ার উদ্দিন শিশু, খোকন মিয়াজী, অলি আহম্মেদ চৌধুরী।

বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল ইমরান খান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি সৈয়দ মেরাজ, দেওয়ান সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ফারুক, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন।

বক্তব্য রাখেন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ, সদস্য সচিব মোল্লা সালাহ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আরমান, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান জুয়েল, মো. জাহাঙ্গীর আলম।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সহ-সভাপতি জাকির হোসেন রায়হান, সহ-সভাপতি ঝুমঝুম হায়দার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ জ্জামান জাবের, জহিরুল ইসলাম মহরম, সাংগঠনিক সম্পাদক একেএম সাহেদ পান্না, দপ্তর সম্পাদক আব্দুল বাসেতসহ প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এবং এদেশকে বাঁচাতে হলে মানুষের ভোটের অধিকারসহ সকল অধিকার নিশ্চিত করতে হবে। তাই দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই মহাসমাবেশ সফল করতে হলে সেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
‘সেচ্ছাসেবক দলকে অবশ্যই সমাবেশের সেবা ও শৃংখলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করতে হবে। ’

সভা শেষে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার বিভাগীয় সম্মেলন সফল করতে নেতাকর্মীরে সাথে নিয়ে কুমিল্লা শহরতলীতে বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াসিন আলীর নেতৃত্বে দিন ভর প্রচারপত্র বিলি করা হয় এবং বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের থাকা খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সহ বিভিন্ন সেবা প্রদান করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কুমিল্লা, চাঁদপুর, বাক্ষ্মন বাড়িয়া সেচ্ছাসেবক দলের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে মনিটরিং সেল গঠন করা হয়।

স্টাফ করেসপন্ডেট, ১৫ নভেম্বর ২০২২

Share