কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এসময় তিনি কুমিল্লার বিএনপিকে ‘বাঁচাতে’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন । তারেক রহমানকে উদ্দেশ্য করে ইয়াছিন বলেন, প্রিয় নেতা, দলের কোনো ক্ষতি হলে আমরা যেমন কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাবেন আপনি। আপনি কুমিল্লার বিএনপিকে বাঁচান। আমরা কুমিল্লার মানুষ প্রস্তুত আছি। আপনি কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচন করুন। শুধু নমিনেশন জমা দিন-আমরা নেতাকর্মীরা ইনশাল্লাহ লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আপনাকে বিজয়ী করবো। কুমিল্লা-০৬ আসনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ-কুমিল্লার বিএনপিকে বাঁচান। হাজার হাজার নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে এই আসনে আপনাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। এটি আমাদের অন্তরের কথা, প্রাণের কথা, মনের কথা।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur