Home / সারাদেশ / কুমিল্লা দেবীদ্বারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বিএনপি সমর্থক নিহত
দেবীদ্বারে
ফাইল ছবি

কুমিল্লা দেবীদ্বারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বিএনপি সমর্থক নিহত

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে। সে সাইচাইপাড়া গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে, পেশায় একজন অটো রিক্সা চালক। এছাড়াও সংঘর্ষে আরো কমপক্ষে ৫/৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থিত আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় একটি সমঝতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপি সমর্থিত মোঃ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ওইখানে সকাল ১০ টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা মূলত গোস্টিগত।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৬ আগস্ট ২০২৪