কুমিল্লা জেলাপ্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাঙ্গরাবাজার প্রেসক্লাব এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের।
১৭ নভেম্বর রোববার দুপুরে জেলাপ্রশাসক এর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
কুমিল্লার মান্যবর সম্মানিত জেলাপ্রশাসক জনাব আবুল ফজল মীর মহোদয় এর হাতে “বাঙ্গরাবাজার প্রেসক্লাব” এর সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল ও সাধারণসম্পাদক আবুল কালাম আজাদ এর ফুলেল শুভেচছা বিনিময় করেন।
এসময় কুমিল্লার সংস্কৃতিমনা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জনাব কাইজার মোহাম্মদ ফারাবী উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লার পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঙ্গরাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর হাতে “বাঙ্গরাবাজার প্রেসক্লাব” এর সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল ও সাধারণসম্পাদক আবুল কালাম আজাদ এর ফুলেল শুভেচছা বিনিময় করেন।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল-আহসান উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক হালিম সৈকত এবং নতুন সময় টিভির প্রতিনিধি রায়হান চৌধুরী সাথে ছিলেন।
নবগঠিত বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সাফল্য কামনা করে পুলিশ সুপার।
উপস্থিত ছিলেন সাংবাদিক আহছান হাবিব, সাংবাদিক হালিম সৈকত, সাংবাদিক রায়হান চৌধুরী, সাংবাদিক ইকবাল আহমেদ, সাংবাদিক গাফফার আহমেদ প্রমুখ।
এসময় সংগঠনটির সফলতা কামনা করেন এবং মুক্তি যুদ্ধের চেতনায় কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
প্রেস বিজ্ঞপ্তি, ১৭ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur