কুমিল্লা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ৯টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল-আমিন।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ইমাম হোসেন বাচ্চু। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
জেলার আব্দুল্লাহেল আল-আমিন বলেন, ‘সকাল ৯টার দিকে ওই আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।’
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩১ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur