সারাদেশ

কুমিল্লা আদর্শ সদরসহ ৬ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত

কুমিল্লার আদর্শ সদর উপজেলাসহ দেশের ৬টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৩ আগস্ট শনিবার সকাল সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লা সদর এমপির পক্ষে মহানগর আ’লীগ নেতা আরফানুল হক রিফাত প্রমুখ।

কুমিল্লা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২০১টি গ্রাম শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০ হাজার ৮৮২টি পরিবারকে বিদ্যুতায়িত করা হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে আদর্শ সদর উপজেলায় ৩৭২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Share