কুমিল্লা বিবির বাজার সীমান্তের গোলাবাড়ি এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক চার বিদেশি (আফ্রিকান) নাগরিককে ২দিনের রিমান্ড দিয়েছে আদালত ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে পুলিশ কুমিল্লাার ১নং আমলী আদালতে ওই চার জনের বিরুদ্ধে ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে । বিচারকার্য পরিচালনা করেন বিচারক মোনতাসির আহমেদ।
প্রসঙ্গত, ২০ নভেম্বর শুক্রবার ভোররাতে এক নারীসহ চার আফ্রিকান নাগরিককে বিজিবি-১০ ব্যাটালিয়ান আটক করে। পরে আটককৃতদের বিজিবি কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশের দায়ে মামলা করে।
আটককৃতরা হল আফ্রিকা মহাদেশের কঙ্গোর থমাস ওকো, কিংডম অফ লেসিথোর আবদু নাসারা, গিণি’র হামিদ সামারা ও ক্যামেরুনের এম মির জুসাং।
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট: ০৭:২০ পিএম, ২২ নভেম্বর ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur