কুমিল্লায় শুক্রবার রাতে আরো ১৬ জনসহ জেলায় একদিনে ২৮ জন করোনায় আক্রান্ত হলেন।
এর আগে আইইডিসিআর এর বরাত দিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ১২ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ । এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১৫০ জন। জেলায় মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭ জনে।
শুক্রবারে করোনায় আক্রান্ত ২৮ জনের মধ্যে দেবিদ্বারে ১০ জন, মুরাদনগরে ৭ জন, কুমিল্লা সিটিতে ৫ জন, বরুড়ায় ৩ জন, কুমিল্লা সদর উপজেলায় একজন এবং লালমাইয়ে ২ জন।
জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এর অফিসিয়াল ফেসবুকে এ তথ্য দেয়া হয়।
শুক্রবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৬ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে। তবে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
কুমিল্লায় করোনা ভাইরাসমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ জন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৯ জন , সদরে ২ জন , তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ৪২ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১৯ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১৩ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫০ জন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ০৯ মে ২০২০