সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা করেসপন্ডেন্ট :

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী পিতা-পুত্রসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী মালবাহী ট্রাকের চাপায় পিতা পুত্র ও সদর দক্ষিণ উপজেলায় ইপিজেড শ্রমিক নিহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের সামনে সোমবার দুপুর আড়াইটায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম গামী একটি মাল বাহি ট্রাক দু’ই পথচারীকে চাপা দিলে ঘটনার স্থলে ১ জন নিহত হয় অপর জন কুমিল্লা মীম হসপিটালে চিকিৎসাধীনে মারা যায়।

নিহতরা হলো ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার বুড়িচং উপজেলা চেয়াম্যান মোঃ মিজানুর রহমানের মালিকানাধীন ভিআইপি হোটেল কফি হাউজের শারীরিক প্রতিবন্ধী গার্ড মোঃ দেলোয়ার হোসেন(৪৫), এবং তার ছেলে ২য় শ্রেণির ছাত্র মোঃ নাইম (৭)। জেলার মনোহরগঞ্জ উপজেলার শিকসাইল গ্রামের নূর হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন। সে ৩-৪বছর ধরে ক্যান্টনমেন্টে বাসা নিয়ে বসবাস করছে।

ময়নামতি হাইওয়ে থানার এস আই মোঃ মনির হোসেন ক্যান্টনমেন্টে সড়ক দুর্ঘনায় পিতা পুত্রের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি আরও জানায় চাপাদিয়ে পালিয়ে যাওয়া ট্রাককে আটকের চেষ্টা অব্যহৃত রয়েছে। এ ঘটনায় থানার মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হাজারি ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা চাপায় রবিউল আলম ভূইয়া (৩২) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আলম ভূইয়া কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পোমতলা গ্রামের কলিম উল্লাহ ভূইয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন সোহেল জানান, একটি বাইকেল চালককে জায়গা দিতে গিয়ে সিএনজিটি রাস্তায় উল্টে যায়। ওই সময় সিএনজি যাত্রী রবিউল ওই সিএনজির চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহটি রাস্তায় পড়ে রয়েছে।

এ বিষয়ে লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

 

Share