সারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ টি জেলায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ২০২১।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রোববার সকালে কুমিল্লা বোর্ডের ২৬৮ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ শুরু হয়। সকাল ১০ টা থেকে শুরু হয় দেড় ঘন্টার এই পরীক্ষা।
এর আগে সকাল সাড়ে ৯টায় শারীরিক তাপমাত্রা পরিমাপ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করণের মধ্য দিয়ে পরীক্ষার্থসহ সংশ্লিষ্ট সকলে কেন্দ্রে প্রবেশ করানো হয়। কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রে প্রবেশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুছ সালাম এর শারীরিক তাপমাত্রা পরিমাপ করা হয়।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুছ সালাম জানান, করোনা মহামারির কারনে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ২ লাখ ২৫ হাজার ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায়। এজেলায় ৭৮ হাজার ৮৩৮ জন এবং সর্বনিম্ন লক্ষীপুর জেলায়। সেখানে ১৯ হাজার ১৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur