ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা | আপডেট: ০৬:১২ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার
কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্রী উম্মে আয়মন স্বর্ণা হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রী ও চিকিৎসকরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানবন্ধন করে প্রায় ৫ শত মেডিকেল ছাত্র-ছাত্রী।
এসময় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কলিম উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ ডা. আতাউর রহমান, নিহত স্বর্ণার বাবা ডা. এমএ খালেকসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মেধাবী ছাত্রী স্বর্ণার হত্যাকারী তার স্বামী অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
গত ৩১ জুলাই সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদলে শ্বশুর বাড়িতে খুন হয় কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী উম্মে আয়মন স্বর্ণা।
এ ঘটনায় স্বর্ণার স্বামীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় শ্বশুর নুরুল ইসলামকে আটক করে পুলিশ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি