‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’ এবং ‘ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনা ভাইরাস’-এ শ্লোগান নিয়ে কুমিল্লা মহানগরীতে কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।
শুক্রবার দুপুরে নগরীর পূবালী চত্তরে সেনাবাহিনীর এ কর্মসূচি পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কিভাবে সিএনজি চালিত অটোরিক্সার চাকা ও সিট পরিষ্কার করা হয়, সে বিষয়ে সচেতনতামুলক নির্দেশনা দেয়া হয়। এ
সময় সিএনজি চালক ও ছিন্নমূল মানুষ এবং পথ শিশুদেরকে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।পরে তারা নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
জাহাঙ্গীর আলম ইমরুল,২৭ মার্চ ২০২০