কুমিল্লায় সেনাবাহিনী আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ পেয়েছেন প্রায় ৫ শতাধিক গর্ভবতী মহিলা, অসুস্থ নারী-পুরুষ ও শিশু। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ জুলাই বৃহস্পতিবার লালমাইয়ের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে গর্ভবতী মায়েদের এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনভর বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেড (দি ম্যাজেষ্টিক এয়ারবোর্ন ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স) এর ব্যবস্থাপনায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের সহযোগিতায় ছিলো কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়, পরিবার পরিকল্পনা বিভাগ ও কুমিল্লা বিএমএ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক কর্ণেল নাজমুল হুদা খান ও জেলা সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাত। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন গাইনি চিকিৎসক ডাঃ মহসিন আবেদিন, ক্যাপ্টেন ডা: সামিহা জামান, ক্যাপ্টেন ডা: জান্নাতুল ফেরদৌসসহ আরো অনেকে।
৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক কর্ণেল নাজমুল হুদা খান বলেন, করোনার প্রকোপ দেখা দেওয়ার পরে গত মার্চ মাস থেকে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া সচেতনতাও সহায়তা করার জন্য জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কুমিল্লা সেনাবাহিনীর ৮টি মেডিকেল টিম দায়িত্বপ্রাপ্ত ৬টি জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে চিকিৎসাসেবা প্রদান করেছে।
তিনি বলেন, আমরা অনুধাবণ করেছি করোনার ক্রান্তিকালে বিশেষভাবে গর্ভবতী ও অসুস্থ্য মহিলারা স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে রয়েছে। নানা কারণে তারা ঘরের বাহিরে যেতে পারছে না। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা এ চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সেনাপ্রধানের নির্দেশনায় সারাদেশে গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনার সময়ে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান বলেন, সেনাবাহিনীর ব্যতিক্রমী এ চিকিৎসাসেবা ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে স্থানীয় জনগণ উপকৃত হচ্ছে।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, ২ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur