কুমিল্লায় অনুষ্ঠিত হয়েগেলো কুমিল্লা সিটিজেন এ্যাডভোকেসি ফোরামের ভার্চুয়াল সভা। ২৩ ডিসেম্বর বুধবার অনলাইন এপ্স জুম এর মাধ্যমে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফোরামের সদস্যরা বিভিন্ন মতামত ও স্থানীয় চাহিদার কথা তুলে ধরেন। এরই আলোকে ঐতিহ্যবাহী কুমিল্লার সামগ্রিক উন্নয়নের স্বার্থে কিছু সুপারিশ ও প্রস্তাবনাকে ফোরামের আগামী এডভোকেসি কার্যক্রমে অর্ন্তভ‚ক্তির বিষয়ে সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহন করা হয়।
সভায় কুমিল্লা জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে- কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণ; কুমিল্লা বিমান বন্দরকে পুনরায় সচল করণ; কুমিল্লাকে বিভাগ হিসাবে ঘোষনা করণ: কর্মজীবী নারীদের জন্য মহিলা হস্টেল স্থাপন; কর্মজীবী নারীদের জন্য বেবী কেয়ার স্থাপন; কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পাবিলিক টয়লেট স্থাপন প্রভৃতি।
স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে- করনো মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করন; করোনার টিকা বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করন; কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা; শহরের রিকসা ভাড়া নির্ধারণ করে তা সকলের জন্য সহনীয় রাখতে কাজ করা প্রভৃতি।
ডমেোক্রসেি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চল এর ব্যবস্থাপক আবুলবাশার এর সঞ্চালনায় ইউ এস এইড ও ইউ কে এইড এর সহযোগিতায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অংশনেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন; কেন্দ্রীয় বিএনপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা মহানগর জাতীয়পার্টির সদস্য সাচিব কাজী নাজমুল হোসেন, কুমিল্লা দক্ষিণজেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা পার্টির সভাপতি জোৎস্না বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কহিনূর বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক জোনাকী মুনশি, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন আক্তার রীমা, মাছরাঙা টিভি, রাইজিং বিডি জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের আলোর কুমিল্লা ব্যুরো প্রাধান জাহাঙ্গীর আলম ইমরুল, ডিআই জুনিয়র ফেলো- সরওয়ার জাহান দোলন, মনোয়ারা বেগম সাকি, সৈয়দ রাজিব, কামরুন নাহার দিপু, সেলিনা আক্তার ও এসএম রুবেল হোসেনসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামীলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি; কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর জাতীয় পার্টিও তরুণ ও সিনিয়র নেতৃবৃন্দ; যুবসংগঠন প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
কুমিল্লা সিটিজেন এ্যাডভোকেসি ফোরাম মূলত প্রধান প্রধান রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ডিআই ফেলো, মাস্টার ট্রেইনার, নারীর জয়ে সবার জয় নেতৃবৃন্দ, যুবসংগঠন, সাংবদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি ফোরাম। যা জেলার রাজনৈতিক দল সমূহের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, স্থানীয় রাজনীতিতে যুব ও নারী নেতৃত্বের অংশগ্রহন নিশ্চিতকরনসহ স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করে থাকে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২৪ ডিসেম্বর ২০২০