কুমিল্লায় পুরো জেলায় সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের পূর্বঘোষিত এক দিনের সকাল-সন্ধ্যা কর্মবিরতি চলছে।
জেলার পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ক্রস করে কুমিল্লা মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালকদের বিভিন্নভাবে হয়রানি এবং মামলা দিয়ে নির্ধারিত জরিমানার চেয়ে ৩-৪ গুণ বেশি টাকা আদায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
এর আগে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ক্রস করে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সদর আসনের সাংসদ, কুমিল্লা সিটি মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৪:০৮ পিএম,২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর