কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও সাবেক একাধিকবার নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।
রোববার (২৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা মহানগড়ের সিটি মার্কেট এলাকা, বাগিছাগাঁও, কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ধানের শীর্ষের মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় তারা কুমিল্লাস্থ চঁদপুরবাসীর সাথেও দেখা করেন এবং র্নিবাচনে তাদের সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
পরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা বিএনপির আলোচনা সভায় তারা অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, হাবিবুর রহমান হাবীব, বিএনপির যুগ্ম-মহাসচিব মো. মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, কর্নেল অব. আনোয়ারুল আজিম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী, একরামুল হক বিপ্লব, হায়াদার আলী লেলীন, আমিরুজ্জাান শিমুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আহসান উল্লাহ ফটিক, এমদান হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী ইব্রাহীম জুয়েল, বিএনপি নেতা হারুন অর রশিদ মেল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসনাত, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান টিটু, লিটন সরকার, আবু আহমেদ, ইউসুফ মিয়াজী, নাছির উদ্দিন শুভ, ফজলুর রহমান, ইমন, সুকুমার, হান্নান, জনি, মাহবুব, লিটন, মাসুদ, বাহাদুর, রায়হান বাবু, মাসুম, রাসেল গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতাদের সাথে চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে পথসভা, উঠান বৈঠকসহ মিছিলে অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ