Home / সারাদেশ / কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

কুমিল্লা প্রতিনিধি | আপডেট: ০৮:২৬ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

কুমিল্লায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি নগরীর কান্দিরপাড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ, রোকনাথ যুব সেবা সংঘ, বলদেব সংঘ এবং অভয় নামহট্ট, গিরিধারী সংঘের সদস্যরা র‌্যালিতে অংশ নেন।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫