সারাদেশ

কুমিল্লায় শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লায় ট্রাক চাপায় মুরাদনগরের গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দশম ছাত্রী আকলিমা আক্তার নিহতের ঘটনায় ঘাতক ট্রাক আটক ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা।

শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে মুরাদনগরের গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক অবরোধে অংশ নেয়। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ কালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানযট দেখা দেয়।

পরে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসার মোঃ রুহুল আমীন ভূইয়া, মুরাদনগর উপজেলা নিরবাহী অফিসার মিতু মরিয়ম এসে তাদের দাবি মানার আশ্বাস দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত ৩১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ফুটপাত দিয়ে হাটার সময় কুমিল্লাগামী দ্রুতগতিতে আসা একটি ট্রাক এসে শিক্ষার্থীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার নিহত হয়। আহত হয় দুজন।

আকলিমা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবদি মিয়ার মেয়ে।

প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Share