কুমিল্লাায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত: ২০জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মহাসড়কের চান্দিনার কোরপাই সাদাত জুট মিল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লা গামী তিশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৩১) একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনার কোরপাই এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে সাদাত জুট মিল গেটের অদূরে এসে গাছের সাথে আঘাত লেগে যাত্রীসহ উল্টে যায়।
এসময় বাসের ভেতর থাকা বাসের সুপারভাইজার চাপাপড়ে নিহত হয়। আহত হয় আরো অন্তত ২০ যাত্রী।
আহতদের উদ্ধার করে স্থানীয় ইস্টার্র্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত বাসের সুপারভাইজারের নাম আজাদুর রহমান। তিনি বুড়িচং উপজেলার বাক শিমুল গ্রামের ফজুল হকের ছেলে।
ঘটনার পর ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই আসরাফ ও এস আই আব্দুস ছালাম ঘটনাস্থলে ছুটে যান।
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট: ১১:৪০ পিএম, ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ