কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:৩৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
সারাদেশব্যাপী চলা মোজো ‘উট্ভট অফার’ ক্যাম্পেইনের বিজয়ী কুমিল্লার নাজমুল আবেদীনের হাতে একটি উট হস্তান্তর করেছে মোজো কর্তৃপক্ষ।
বুধবার সকালে নগরীর টাউনহল মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার হস্তান্তর করা হয়।
কুমিল্লায় বিজয়ীদের মাঝে উট হস্তাস্তরের মধ্য দিয়ে শেষ হলো মজো উট্ভট অফার ক্যাম্পেইন।
২য় বারের মতো এবারও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় কালো ব্র্যান্ড মোজো মহাসমারোহে আয়োজন করে দেশজুড়ে ক্যাম্পেইন মোজো উটভট অফার। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশব্যাপি জমকালো আয়োজনে উদযাপিত হয় মোজে উটভট অফার রোড-শো। রোড-শো জুড়ে ছিল সুপার ডুপার হিট হার্টথ্রব উটের সাথে উট্ভট ছবি তোলার সুযোগ।
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এই উট্ভট অফারে সারা দেশের সর্বোচ্চ এসএমএসকারী থেকে বিজয়ী তিনজনকে বেছে নেয়া হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন কুমিল¬ার জয়নাল আবেদীন, যশোরের দিনাম ও বগুড়ার মোমিন। বিজয়ী জয়নাল আবেদীন কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক।
হস্তান্তর অনুষ্ঠানে মোজোর ডিজিএম শফিকুল ইসলাম তুষার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীর হাতে উট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ও আমন্ত্রিত অতিথিরা।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur