Home / সারাদেশ / কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহত
সংবাদকর্মী হত্যার ঘটনায়
নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তে মাদক কারবারিদের গুলিতে স্থানীয় এক সংবাদকর্মী নিহত হয়েছে।

বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দরাাবাদ সীমান্তে মহিউদ্দিন সরকার নাঈম নামের ওই স্থানীয় সংবাদকর্মীকে গুলিকরে হত্যা করে মাদক কারবারিরা। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হায়দরাবাদ এলাকার রাব্বি ও ররুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে দুজন বিজিবি সদস্য গুরতর আহত অবস্থায় মহিউদ্দিন সরকার নাঈমকে এনে হাসপাতালে নিয়ে যেতে বলে ওই দুই যুবককে। এসময় বিজিবি সদস্যরা জানান সীমান্তে মারামারিতে আহত হয়েছে মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যায়। পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম মহিউদ্দিন সরকার নাঈমকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এবিষয়ে বুড়িচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকসুদ জানান, তাকে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মহিউদ্দিন সরকার উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে এবং আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নিহত মহিউদ্দিন সরকার আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের কথা বলে সম্প্রতি ইস্তফা দেন তিনি। তবে নতুন কোন কর্মস্থলে তিনি যোগ দিয়েছেন তা এখনও জানা যায়নি।

স্থানীয় দৈনিক ভোরের কলামের প্রতিবেদক মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন সরকার মাদক ব্যবসায়ীদের চোরাচালান নিয়ে প্রতিবাদ করতেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এ নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ এপ্রিল ২০২২