যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে কুমিল্লা জেলা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান, আলোচনা সভা প্রভৃতি। সকালে কুমিল্লা টাউনহল শহীদ মিনারে ফুলদেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে বাংলাদেশ আওয়ামীলীগ ও যুলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ ফুলদেন। এসময় কেন্দ্রিয় কৃষকলীগের সহসভাপতি আলহাজ্ব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছেলেন।
এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, এইড কুমিল্লাসহ আরো অনেক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দেয়।
পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল
আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur