সারাদেশ

কুমিল্লায় পুলিশের প্রেস ব্রিফিং

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি আসনের নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোট কেন্দ্রসহ জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ বিভাগসহ সকল আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার(২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সমাবেশে ভোটের দিনের করণীয় নিয়ে বিফ্রিং করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। আগামী কাল শনিবার সকালে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে নিয়োজিত হবেন।

আসন্ন নির্বাচনে কুমিল্লা জেলায় ৩হাজার ৩শ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া নির্বাচনে সেনাবাহিনীর ৪৬ টি, বিজিবি-২৯টি, পুলিশের ২০টি ও র‌্যাবের ২২টি স্ট্রাইকিং টিম নিয়োজিত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
২৮ ডিসেম্বর,২০১৮

Share