সারাদেশ

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ,জরিমানা ৮ প্রতিষ্ঠান

কুমিল্লায় নগরীতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরাতে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৮ জকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধূরী।

এসময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমছম ব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন এবং ৮টি ব্যাবসা প্রতিষ্ঠানকে আর্থিক ভাবে জরিমানা করা হয়।

জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ
চৌধূরী জানান, নগরীকে যানজট মুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিক ভাবে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।

প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,২২ ডিসেম্বর ২০২০

Share