কুমিল্লা করেসপন্ডেন্ট :
কুমিল্লায় ভাষা সৈনিক প্রফেসর লায়লা নূরকে অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৪ এবং বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
বিকেলে শহরের টাউন হল কনফারেন্স রুমে আয়োজিত অনন্য শীর্ষদশ ২০১৪ অনুষ্ঠানের উদ্বোন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মতিন। পাক্ষিক অনন্যা আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ড. জসীম উদ্দীন আহমেদ।
অন্যদিকে বীরাঙ্গনা খঞ্জনীকে গাভী কেনা বাবদ আর্থিক অনুদান দেয়া হয়। ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক।
সামাজিক সহায়তা উদ্যোগ, কলা ভব্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আয়োজন করে। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক।
সঞ্চালনায় ছিলেন এটিএন নিউজের নিউজরুম এডিটর বাশার খান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur