Home / সারাদেশ / কুমিল্লায় বেদে পল্লীতে ত্রাণ দিলেন ইউএনও
কুমিল্লায় বেদে

কুমিল্লায় বেদে পল্লীতে ত্রাণ দিলেন ইউএনও

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারী নির্দেশনা মেনে কাজ-কর্মহীন অবসর জীবনযাপন করছেন কুমিল্লার বেদে সম্প্রদায়ের লোকজন।

গ্রামে গ্রামে ঘুরে নানান রকম সামগ্রি বিক্রির পাশাপাশি ঝাড়ফোঁকের বিনিময় যা কিছু উপার্জন হয়, তা দিয়েই চলে তাদের সংসার। প্রায় দুই সপ্তাহ ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে থাকায় বিপাকে পড়েছেন কর্মহীন এসব মানুষগুলো। সরকারী সাহায্যও পৌছেনা বেদে পল্লীতে।

এ অবস্থায় দৈনন্দিন উপার্জনের নির্ভরশীল এসব মানুষগুলো ডেড়ায় বসে থাকা ছাড়া বিকল্প কোনো কাজ নাথাকায় অনাহারে অর্ধাহারে কাটাচ্ছেন। এদিকে প্রতিটি গ্রামের খেটে খাওয়া মানুষ গুলোর জন্যে সরকারী ভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী বরাদ্ধ আসলেও, এসব ভাসমান মানুষ গুলোর নাম কোনো তালিকায় থাকে না। ফলে সরকারী সাহায্য থেকেও তারা পাচ্ছে না।

কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীর হাটের বেদে পল্লীতে যখন এমন চিত্র, ঠিক তখনই তাদের সাহায্যের হাত বাড়ালের উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন। এসময় এক অভ’তপূর্ব আনন্দঘন পরিবেশ তৈরী হয়। বেদে পল্লীতে ইউএনও’র আগমনকে কেন্দ্র করে এবং খাদ্য সামগ্রী পেয়ে বেদে পরিবারের শিশুরা আনন্দে ছুটোছুটি করতে থাকে। তাদের চোখে মুখে যেন ঈদের আনন্দ।

ইউএনও অভিষেক দাশ বলেন, বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল গাজীর হাটের বেদে পল্লীর দুরবস্থার কথা আমাকে অবহিত করেন। এদিকে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে হতদরিদ্রদের খোঁজে বের করে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার। তারই অংশ হিসেবেই গাজীর হাটের বেদে পল্লীতে চাল-ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, গাজীর হাট বাজার কমিটির সাধারণ সহ-সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সুশীল সামাজের প্রতিনিধি হাতেম তাই, আবদুল আলীম, রাশেদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০২ এপ্রিল ২০২০