আজ ১১নভেম্বর ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। মহান স্বাধীনতা সংগ্রামে বাঙালী জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন এটি।
দিবসটিতে কুমিল্লা চৌদ্দগ্রামের বেতিয়ারায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লঅ জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুকসহ সেদিনের জীবিত যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর নয়জন তরুণ গেরিলা মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিভিন্ন ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে আসা ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর ৭৮ জনের একটি বীর গেরিলা যোদ্ধার দল আগরতলা হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
১০নভেম্বর রাতে দুই নং সেক্টরের অধীনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা নামক স্থানে এসে জড়ো হন। সেদিন যুদ্ধ চলাকালে ভুল তথ্যের কারনে শত্রুদের ফাঁদে পড়ে ৭৮ জনের মধ্যে মো. সিরাজুম মুনীর জাহাঙ্গীর, বশিরুল ইসলাম মাস্টার, নিজাম উদ্দিন আজাদ, শহীদুল্লাহ সাউদ, আওলাদ হোসেন, দুদু মিয়া, আবদুল কাইয়ুম, আবদুল কাদের ও মোহাম্মদ শফিউল্যাহসহ মোট ৯জন শহীদ হয়েছিলেন, বাকী ৬৯জন লড়াইয়ের মধ্য দিয়ে বেঁচে ছিলেন। সেই থেকে বীর গেরিলা মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতিবছর ১১ নভেম্বর ‘বেতিয়ারা শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করায় বেতিয়ারার শহীদ সমাধিটি ভাঙ্গনের কবলে পড়ে। এটি রক্ষার দাবি মুক্তিযোদ্ধাদের।
চাঁদপুর টাইমস কুমিল্লা করেসপন্ডেন্ট: ।। আপডেট: ০৩:০০ পিএম, ১১ নভেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur