কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

কুমিল্লার বড়ুরায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চবিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা পরিচালিত এ চক্ষু চিকিৎসা শিবিরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে চোখে ছানি পড়া ৩০ জন রোগীকে অপারেশনের জন্যে নির্বাচন করা হয়। পরবর্তীতে তাদেরকে কুমিল্লা অন্ধকল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। এসময় বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাদল, বন্ধু উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী মো: আবদুল ওয়াদুদ, প্রকাশ এর নির্বাহী পরিচালক মারুফুল আলম, এবং বন্ধু উন্নয়ন সংস্থার উপদেষ্টা সফিকুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা প্রদান করেন কুমিল্লা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন, ডা. আব্দল মতিন প্রমুখ।

প্রকাশ ও বন্ধ উন্নয়ন সংস্থা এ চক্ষু চিকিৎসা শিবির বাস্তবায়ন করে। এর অর্থায়ন করে বিদেশ ফাউণ্ডেশন (ইউএসএ)।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা || আপডেট: ০৬:৩৪ পিএম,৩০ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর  

 

Share