সারাদেশ

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু : আহত এক

কুমিল্লা প্রতিনিধি | আপডেট: ০৫:৫০ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে একজন। বুধবার সকালে জেলার বুড়িচং উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামে।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বড়–য়া চাঁদপুর টাইমসকে জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সদর বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনে একদল নির্মাণ শ্রমিক কাজ করছিলো। ওই নির্মাণাধীন ভবনের পাশে ছিলো পল্লী বিদ্যুতের ৪৪ কেভির লাইন। এসময় কয়েকজন নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ভবনের কাজের জন্যে রড ছাদে তুলছিলেন। এসময় রডের এক মাথা বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিন জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে লুটিয়ে পড়ে। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করে। অপর শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামের ছদর উদ্দিন হাজীর বাড়ীর আবুল কাশেমের ছেলে মোঃ মহসিন মিয়া (২৫), একই এলাকার মোঃ ইউনুছ মিয়ার ছেলে ইসমাইল (৩৫)।

আহত শ্রমিক একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র রুবেল মিয়া (২৪)। নিহত ইসমাইলের ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share