কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হোসনেআরা বেগম(৬০), তার ছেলে তারা মিয়া (৩৫), ভাগিনা রিফাত হোসেন (৮)।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। জমির উপরে থাকা দৌলতপুর সাব স্টেশন থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি ২২০ ভোল্টেজ তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। তাঁর চিৎকার শুনে পাশে থাকা নানী হোসনে আরা বেগম উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা এবং ভাগিনাকে বাঁচাতে গিয়ে মোঃ তারা মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায়।
স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।
বাঙ্গরা সাব জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২০ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur