কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, সবাই এক পরিবারের

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অহত হন আরও তিনজন।

নিহত বাহারের ভাতিজা মীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাহার মিয়া ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারুল বেগম ও মেয়ে জান্নাত মারা যান।

Share