সারাদেশ

কুমিল্লায় বাস-ট্রাকের সংর্ঘষে হতাহত ১৫

কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখমুখি সংর্ঘষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০জন।

আজ ভোর সোয়া ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘীর গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ইনচার্জ মনজুরুল হক সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনা থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইসবান্ডার দরবারে যাচ্ছিলো। নিহতরা হলেন; খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদেক আলীর ছেলে চায়না হিজরা(৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম(৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা(৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া(৫২), একই বাসের যাত্রী আনোয়ার হোসেন(৪৫)।

তিনি জানান, আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসা দেয়াহচ্ছে। মরদেহগুলোও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রকিয়া চলছে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
১৭ ফেব্রুয়ারি,২০১৯

Share