সারাদেশ

কুমিল্লায় বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন,বিপাকে যাত্রীরা

কুমিল্লায় ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের ফলে বিপাকে যাত্রীরা।

করোনার দ্বিতীয় টেউ মোকাবেলায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সারাদেশের মতো কুমিল্লায়ও বৃদ্ধি করা হয়েছে গণপরিবহনে ভাড়া। সেই সাথে গণপরিবহনে আজ থেকে শুরু হয়েছে অর্ধেক যাত্রী বহন।

এতে আঞ্চলিক ও দুর্পাল্লার বাস টার্মিনাল গুলোতে বিপুল সংখ্যক যাত্রী বিপাকে পড়েছেন।

এশিয়া লাইন পরিবহনের কর্মকর্তারা জানান, তারা অর্ধেক যাত্রী নিয়েই পরিবহন পরিচালনা করছেন। পাশাপাশি দুটি আসনের একটি ফাঁকা রাখা হচ্ছে। যারা মাস্ক ছাড়া পরিবহনে ওঠার চেষ্টা করছেন তাদেরকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না।

গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় যানবাহনে আসন সংকট দেখা দিয়েছে। এসময় বুধবার সকালে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল থেকে সারাদেশে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন শুরু করে যানবাহনগুলো। আগামী দুই সপ্তাহ এ আদেশ বলবৎ থাকবে।

প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,৩১ মার্চ ২০২১

Share