কুমিল্লায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির আরো ৩ যাত্রী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার নোয়াপাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, “সিএনজি অটোরিক্সাটি কুমিল্লা শাসনগাছা থেকে ক্যান্টমেন্টএর দিকে যাচ্ছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন তিশা পরিবহনের একটি বাস নগরীর শাসগাছা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় সিএনজি আটো রিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সিএনজির চালক ও নিহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট ১১:৫৮ পিএম ৩১ অক্টোবর, ২০১৫ শনিবার
প্রতিনিধি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur