Home / সারাদেশ / কুমিল্লায় বর্ণিল আয়োজনে বসন্ত আগমনী উৎসব
বসন্ত আগমনী উৎসব

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বসন্ত আগমনী উৎসব

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লায় বসন্তকে স্বাগত জানিয়েছে বসন্ত আগমনী উদযাপন পরিষদ।এ উপলক্ষে কুমিল্লাস্থ কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে দিনব্যাপী আয়োজন করা হয় বসন্ত আগমনী উৎসব।

বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালী, নাচগান কবিতা আবৃত্তিসহ নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবক পরিষদের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত উৎসবে মেতে উঠে সবাই।

এ উপলক্ষে সকালে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমিল্লা অজিতগৃহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী মাহতাব সুমন, কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, বসন্ত আগমনী উদযাপন পরিষদের আহবায়ক মোঃ নূরুল আমীন প্রমূখ।

উপস্থিত ছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা’ এর পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, রৌদ্রজল’ এর সমন্বয়ক নিজাম উদ্দিন রাব্বী, আবৃত্তি সংগঠন কবিতাবৃত্ত এর সভাপতি সুলতানা পারভীন দিপালী, দূর্বার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আরিফ চৌধুরী প্রমূখ

জাহাঙ্গীর আলম ইমরুল