কুমিল্লায় বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৯।

এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার ।

এসময় মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন কালে অনুষ্ঠিত আলোচনা সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

কুমিল্লা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদত হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা সাংস্কৃতিক জোটসহ কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রংবেরংয়ের ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও বাঙালী সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী সাজসজ্জায় অনুষ্ঠিত হয় এ মঙ্গল শোভাযাত্রা।

নানা রকমের মুখোশ, ঢোল, বাঁশি, ভুভুজেলাসহ হরেক রকমের বাদ্যযাত্র নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোক শোভাযাত্রায় অংশ নেয়।
কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, বিশিষ্ট নারী নেত্রী পাঁপড়ী বসু, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান চৌধুরী, উদীচির সভাপতি শেখ ফরিদ, নজরুল ইন্সটিটিউটের কর্মকর্তা আল-আমীন, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।

পরে আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল এর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমীর আঙ্গিণায় অনুষ্ঠিত সাংস্কৃতি পর্বে মনোজ্ঞ নাচ-গান-আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনরে শিল্পীরা।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ সহ বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ এপ্রিল ২০২২

Share