কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, উৎসাহের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া সদর দপ্তর এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাব্বি আহসান।

দিবসটি উপলক্ষ্যে সকল অফিসারদের জন্য সম্মিলিতভাবে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া কুমিল্লা সেনানিবাসের সকল মসজিদে জাতির পিতার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এদিকে, কুমিল্লা সেনানিবাস এরিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, আবৃত্তি এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ মার্চ ২০২২

Share