নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে প্রত্যুষে কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কমকর্তাগণ।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক,সামাজিক, সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন পুস্পস্তবক অর্পনের মাধ্যেমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,১৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur