কুমিল্লার চৌদ্দগ্রামে ৪শ’৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল বাহী কাভার্টভ্যান চালককে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে এসব আটক করা হয়।
কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেন (৩৫) সীতাকুণ্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির একশ’ গজ দক্ষিণে একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে,এতে তল্লাশী চালায়। এসময় এর থেকে ৪শ’৭৫ বোতল ফেন্সিডিল পায় পুলিশ।
এএসআই নূর উদ্দিন জানান, ফেন্সিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বলে প্রাথমিক জিজ্ঞাবাদের আলমগীর স্বীকার করে।
আটককৃত ফেন্সিডিলগুলোর প্রকৃত মালিককে আইনের আওতায় চেষ্টা করা হবে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল
১০ ফেব্রুয়ারি,২০১৯