কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু

প্রায় দুই বছর পর ২ মার্চ বুধবার থেকে সারাদেশের মতো কুমিল্লায় খুলে দেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো।
বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কুমিল্লা জেলার প্রতিটি স্কুলে শিক্ষক-অভিভাবকরা এ বিষয়টি নিশ্চিত করেন।

সকালে প্রতিটি স্কুলের গেটে শিশুদের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পড়া নিশ্চিত করার মধ্যদিয়ে স্কুলে প্রবেশ করানো হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ১৮ মাস পর গত বছর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এ বছরের শুরুতে করোনার সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি আবারও স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ০২ মার্চ ২০২২

Share