কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সংঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের ১১৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা নগরীর চর্থায় শচীনের পৈত্রিক বাড়ীতে অনুষ্ঠান মালার আয়োজন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে শিল্পীর বাড়ীর আঙ্গিণায় স্থাপিত শচীনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বিকেলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম (বার)।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদসহ জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা সরকারি কলেজ, ভাষা সৈনিক অজিত গুহ কলেজ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, যাত্রী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লা কলেজ থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।
১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লা (তৎকালীন ত্রিপুরা) শহরের উত্তর চর্থায় ত্রিপুরার রাজ পরিবারে জন্ম গ্রহণ করেন শচীন। এই বাড়ীতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবির সাথে সংগীতের আসরে বসতেন কিশোর শচীনের সাথে। পরবর্তীকালে সংগীত জীবনে এসডি বর্মন হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী খেতাব লাভলাভ করেন। সংগীত নিয়ে ব্যস্ত জীবন কাটান ভারতের মুম্বাইয়ে। দেশ ভাগের পর মৃত্যুর আগপর্যন্ত তাঁর এই পৈত্রিক বাড়ীটিতে আসেননি শচীন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। দীর্ঘ প্রায় ৭৫ বছর শিল্পীর এই পৈত্রিক বাড়ীটি ছিলো পরিত্যক্ত অবস্থায়। দেখভাল ও সংস্কারের অভাবে বাড়ীটি ধ্বংশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিলো। এরই মধ্যে বাড়ীর কিছু অংশ হয়ে যায় বেদখল। এছাড়াও বাড়িটির একটি বড় অংশ জুড়ে তৈরী করা হয় সরকারী হাঁস-মুরগীর খামার।
বাড়ীটি উদ্ধার করে সংস্কারের জন্যে জেলার সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১৪ সালে মাছরাঙা টেলিভিশনে বাড়ীটির বেহাল অবস্থা নিয়ে তৎকালীন জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও হাসানুজ্জামান কল্লোল এর বক্তব্য সহকারে পরপর দুটি সচিত্র প্রতিবেদন প্রচার হলে বিষয়টি নজরে আসেজেলা প্রশাসনের। ২০১৪ থেকে ২০১৬ সাল নাগাদ জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহন করে। জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বাড়ীটি জেলা প্রশাসনের দখলে এনে এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১ অক্টোবর ২০২২