কুমিল্লায় পেট্রোল বোমা মামলার আসামী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জন হত্যার ঘটনায় দায়েরকরা মামলার এজাহার ভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো: হাসান (২৮)। সে চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ ফাল্গুণকড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তাকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী মো: হাসান এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় আরো ৯ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো: আল- মামুন জানান, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ পেট্রোল বোমা হামলায় ৮ জন বাস যাত্রী প্রাণ হারায়। এ ঘটনায় পরদিন ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের কারে। চৌদ্দগ্রাম থানায় মামলা নম্বর- ৪/ ৩-২-১৫। দ-বিধি: ৩০২/৩৪/১০৯ সহ ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ১৫, ৩/২৫। এ মামলায় ইতি মধ্যেই ২৫ জনসহ মোট ২৬জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মামুন। এদের মধ্যে তিন জন আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধী দিয়েছেন।

প্রসঙ্গত: গত ২ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পেট্রোলবোমার আগুনে পুড়ে ৭ জন বাসযাত্রী নিহত হন। এতে আহত হন আরো ১৭ জন। পরে আহতদের একজন হাসপাতালে মারা যান। রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট ০২:৩৩ পিএম ২২ অক্টোবর, ২০১৫ বৃহস্পতিবার

জেএআই/ডিএইচ

Share