কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ট্রাক হেলপার এক শিশু নিহত

কুমিল্লা প্রতিনিধি | আপডেট: ০৭:৩৩ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৫, বুধবার

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দু’জন ট্রাক হেলপার ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম মো. জাকির হোসেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুস সালাম এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুরে ওই ট্রাক হেলপার দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের ময়নামতি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক আরেকটি সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে চান্দিনার আরএনআর ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় রবিউল (১২) নামে এক শিশু মারা যায়।

আসাদুজ্জামান আরো জানান, শিশু রবিউল সাইকেলে চড়ে মহাসড়ক পার হাচ্ছিলো। এসময় স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুতগামী বাস শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ওই বাসের নিচে চাপা পড়ে মারা যায় শিশুটি। এ সময় হজ যাত্রীসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

নিহত রবিউল চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রামের পিকআপভ্যান চালক মো. আলমের ছেলে। রবিউল চান্দিনা ইন্দ্রারচরে একটি ওয়ার্কশপে কাজ করতো বলে জানা গেছে।

এর আগে বুধবার ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহত ট্রাক হেলপারের নাম মাসুম (২২)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাধাইয়া কে আলী পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে, দুর্ঘটনার পর পর কাভার্ড ভ্যান নিয়ে এর চালক-হেলপার পালিয়ে গেছে।

 

চাঁদপুর টাইমস : জেএই/এমআরআর/২০১৫

Share