Monday, 06 July, 2015 02:31:31 PM
কুমিল্লা করেসপন্ডেন্ট :
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারাওয়ার্ডে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি।
রোববার সন্ধ্যায় ইফতারের পর পরই তারা পালিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কীভাবে তারা পালিয়ে গেছে কেউ সঠিক ভাবে বলতে পারছেন না।
পলাতক আসামিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার আড়াইউরা এলাকার তাজুল ইসলামের ছেলে তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইয়াসিন (২০)।
হাসপাতাল সূত্রমতে, পাঁচদিন আগে আহতাবস্থায় তারেককে কুমেকের কারাওয়ার্ডে চিকিৎসার জন্য আনা হয়। আর রোববার বিকেলে নিয়ে আসা হয় ইয়াসিনকে। সন্ধ্যায় ইফতারের পরে পুলিশি হেফাজত থেকে তারেক ও ইয়াসিন পালিয়ে যায়।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দাবি, হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে তারা পালিয়ে গেছে।
তবে হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাবার বিষটি সন্দেহমুক্ত নয় বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক কুমেক হাসপাতালের এক কর্মকর্তা।
এঘটনার পরপর কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ কারা ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি খোরশেদ আলম বলেন, যেভাবেই পালিয়ে যাক না কেন, দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর টাইমস-জেএআই/ডিএইচ/২০১৫।