কুমিল্লার মুরাদনগরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। ২১ এপ্রিল মঙ্গলবার বেলা দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়ীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলো কুয়েত প্রবাসী আবদুল কাইয়ুমের ছেলে আবু বক্কর (৩), কুয়েত প্রবাসী আবুল খায়েরের মেয়ে সাইমা আক্তার (৪)। নিহত শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।
জানা যায়, উপজেলার সিংহাড়িয়া উত্তরপাড়া গ্রামের কুয়েত প্রাবসী ভ্রতৃদ্বয়ের দুই শিশু আবুবকর ও সাইমা আক্তার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
অনেক খুঁজাখুঁজির পর বাড়ীর পাশের ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের মায়েরা বার বার মুচ্ছা যাচ্ছেন। পাড়া-পড়শীসহ এলাকায় চলছে শোকের মাতম। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur