‘আওয়ামীলীগ যারা করে তাদের ঈমান নেই’- ফেসবুক লাইভে এমন বক্তব্যের অভিযোগে ঢাকসু সাবেক ভিপি নূরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার।
২২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার থানায় বাদী লিটন সরকার মামলাটি দায়ের করেন।
মামলার বাদী লিটন সরকার বলেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেন, আওয়ামীলীগ যারা করে তারা কাফের, তাদের ঈমান নেই’। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি,২২ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur