কুমিল্লায় নির্বিঘ্ন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে

এবার আরও সহয এবং ঝামেলা মুক্ত ও নির্বিঘ্ন হচ্ছে কুমিল্লায় পুলিশ ক্লিয়ারেন্সে সেবা। নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা দ্রুত ও স্বচ্ছ ভাবে প্রদানের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ চালু করেছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার।

বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর শুভ উদ্ভোধন করেন চট্রগ্রাম রেন্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম(বার) পিপিএম(বার)।

এসময় তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে কুমিল্লায় ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ স্থাপন করা হয়েছে। দেশের যে কোন নাগরিক, প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে-বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিক কোন প্রকার দালাল বা মাধ্যম অবলম্বন না করে এই ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর মাধমে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ও ভেরিফিকেশন সেবা সহজে পাবেন।

‘ওয়ান স্টপ সার্ভিস’ এর পরিকল্পনা ও বাস্তবায়নকারী কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, প্রবাসী অধ্যুষিত এলাকা কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমাসে বিপুলসংখ্যক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়। অত্র জেলায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে জেলা পুলিশ কতৃক ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ সেন্টারটি স্থাপন করা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্যে অনলাইনে আবেদন করা হয় এবং আবেদনটির যেকোন স্থান হতে করা যায়। আবেদনের পর তদন্ত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষে থানা হতে ক্লিয়ারেন্স প্রদান করা হতো।

এখন থেকে থানার পরিবর্তে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ এই সেন্টার হতে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি প্রদান করা হবে। এর জন্যে প্রতিটি ধাপের কার্য সম্পাদনের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সেন্টারটি সিসিটিভির আওতায় থাকবে এবং বিভিন্ন ধাপে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারা মনিটরিং করা হবে। যেন কোন প্রকার অনিয়ম দুর্নীতি করার সুযোগ না থাকে।

এ লক্ষ্যে কুমিল্লাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং দালালদের দ্বারস্থ না হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

সার্ভিস সেন্টারটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রিজওয়ান আহমেদ, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লার কমান্ডেন্ট এসপি নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২১ এপ্রিল ২০২২

Share