Saturday, 02 May, 2015 10:53:37 AM
কুমিল্লা করেসপন্ডেন্ট:
কুমিল্লা নগরীর ইপিজেড রোডে এক নারীসহ ছিনতাইকারী দলের চার সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আটককৃতরা হল, জামাল হোসেন(৩৫), রোমন (১৯), রোজিনা আক্তার (২০) ও রফিকুল (২০)।
এরা সবাই নগরীর ঢুলিপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী দলের এই চক্রটি টমছমব্রীজ থেকে মেডিকেল কলেজ রোডে প্রতিনিয়ত নতুন কায়দায় ছিনতাই করে আসছে।
চক্রটি কুমিল্লা ইপিজেড এর সামনে একটি অটো রিকশায় যাত্রী বেশে বসে থাকে। পরে কয়েক জন যাত্রী উঠলে তারা নিরিবিলি জায়গা দেখে থামিয়ে অটোতে থাকা যাত্রীদের নামিয়ে টাকা পয়সা মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় যাত্রীরা চিতকার দিলে আশেপাশে লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশে দেয়।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur